ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
মাসুদ আলম
Published : Tuesday, 10 August, 2021 at 3:37 PM, Update: 10.08.2021 3:44:07 PM
ব্রাহ্মণপাড়ায় রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধারকুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল  থেকে  আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায়  এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মোঃ সজল মিয়া (২৫)। সে  কুমিল্লা নগরীর  শাসনগাছা এলাকার মৃত  আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ৭ টায় তারা  শশীদল বিজিবি ক্যাম্পের পশ্চিম পাশে এবং চট্টগ্রাম সিলেট রেললাইনের পূর্ব পাশে যুবকের লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

সীমান্তবর্তী এই এলাকায় মাদকসেবীদের আনাগোনা । স্থানীয়রা ধারণা করছেন  মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে।

নিহতের মা জুহুরা বেগম জানান, আমার পোলা কাইলকা ঘর থাইক্কা বাইর হয়। রাইতে আর ঘরে আইছে না। সকালে মাইনষের থাইক্কা হুনছি আমার পোলার লাশ পাওয়া গেছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওপ্পেলা রাজু নাহা জানান, আমরা লাশের সুরতহাল তৈরী করেছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছি। কিভাবে এই হত্যাকান্ড তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।