ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় অবৈধ কাঠসহ চার জন আটক
Published : Tuesday, 10 August, 2021 at 12:00 AM, Update: 10.08.2021 1:22:31 AM
কুমিল্লায় অবৈধ কাঠসহ চার জন আটককুমিল্লা বনবিভাগের সুয়াগাজী ফরেস্ট চেকপোস্টের অভিযানে একটি ট্রাক ভর্তি কাঠসহ চারজন চোরাকারবারীকে আটক করা হয়েছে। সোমবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিন উপজেলার সুয়াগাজী এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় পাঁচশ ঘনফুট কাঠসহ চট্টগ্রাম জেলারফটিক থানার মো. বেলাল হোসেন, গুইমার থানার মো. হালিম, রাঙ্গুনিয়া থানার মো. নুরুল আবছার ও মো. আজিমকে আটক করা হয়। আটককৃত কাঠের আনুমানিক মূল্য ৮লক্ষ টাকা। কুমিল্লা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নূরুল করিম জানান, সুয়াগাজী স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসাইফুলইসলাম, আবুল কালাম আজাদ বাবুল, মাসুদ আলম মোল্লাসহ অভিযান পরিচালনা করে। কাঠগুলো চট্টগ্রামের পাহাড়ীঅঞ্চল থেকে অবৈধভাবে কেঁটে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার হচ্ছিল।এই ঘটনায় বন আদালতে মামলা হয়েছে এবং কাঠগুলো কুমিল্লা বনবিভাগের হেফাজতে রাখাহয়।