কুমিল্লায় অস্ত্র, গুলি, ইয়াবা ট্যাবলেটসহ অস্ত্রধারী এক মাদক ব্যবসায়ীকের আটক করেছে র্যাব। সোমবার (৯ আগস্ট) সকালে কুমিল্লার কালিয়াজুরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা একটি দেশীয় অস্ত্র (এলজি), দুই রাউন্ড কার্তুজ, এক হাজার ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯ বোতল বিয়ার, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ী কুমিল্লার নগরীর কালিয়াজুরি এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে মোঃ কামাল হোসেন (৪৫)।
কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন জানান, অস্ত্রধারী মাদক ব্যবসায়ী কামাল দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রমসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি থানায় মামলা প্রক্রিয়াধীন। চিহ্নিত ও অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।