ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে কুমিল্লা সিটিতে টিকা পেলেন আরো ১৬ হাজার মানুষ
Published : Monday, 9 August, 2021 at 12:00 AM, Update: 09.08.2021 1:27:04 AM
ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে কুমিল্লা সিটিতে টিকা পেলেন আরো ১৬ হাজার মানুষবশিরুল ইসলাম।।
কুমিল্লায় গণটিকা ক্যাম্পেইনের দ্বিতীয় দিন সিটি কর্পোরেশনের আরো ১৬ হাজার ৭৮৬ জন করোনা ভাইরাস প্রতিরোধক টিকা পেলেন। এর মধ্যে পুরুষ ৮হাজার ৩৫৮ জন এবং নারী ৮হাজার ৪২৮ জন। তিন দিনের ক্যাম্পেইন শুধু সিটি কর্পোরেশনেই আজও চালু থাকবে। দ্বিতীয় দিনে টিকা দিতে গিয়ে কুমিল্লা সিটির কোন কেন্দ্র থেকে কোন অব্যবস্থাপনার প্রকট অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম জানান, আমরা কুমিল্লায় টিকার কি চাহিদা তা নির্নয় করে সরকারকে জানাবো। সরকার যোগান অনুপাতে কুমিল্লায় বরাদ্দ দিবেন। এছাড়া এই টিকার সঠিক নিবন্ধন এবং সনদ প্রদান নিয়ে আরো কাজ করতে হবে- যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক নির্দেশনা পাওয়া মাত্রই বাস্তবায়ন করবো।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল কুমিল্লা সিটির ক্যাম্পেইন ও নিয়মিত টিকা কেন্দ্র মিলে মোট ২১ হাজার ৬ জনকে মডার্নার টিকা দেয়া হয়েছে। এছাড়াও নিয়মিত টিকা হিসেবে ১ হাজার ৫৫২ জনকে সিনোফার্ম টিকা এবং সদর হাসপাতালে এস্ট্্রাজেনেকার দ্বিতীয় ডোজের ৬৯৯ জনকে টিকা প্রদান করা হয়েছে।
এদিকে নিবন্ধন করলেও টিকা গ্রহনের  এমএমএস না পাওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে নানান উৎকন্ঠা। এমন অনেকেই আছেন যারা দীর্ঘদিন আগে প্রথম ডোজ টিকা নিলেও এখনো দ্বিতীয় ডোজ পাননি, তারা অপেক্ষায় আছেন কবে নাগাদ পাওয়া যাবে দ্বিতীয় ডোজ। এছাড়া যারা নিবন্ধন করে প্রথম ডোজ পান নি তারাও অধীর হয়ে অপেক্ষা করছেন টিকা গ্রহনের এসএমএসের জন্য। শেষ পর্যন্ত ২৫ বছরের বেশি বয়সীদের টিকার প্রদানের বিষয়টি সরকার নিশ্চিত করলেও ১৮ থেকে ২৫ বছরের তরুণরাও টিকার জন্য অনেক আগ্রহী। তাদের অনেকেই চাচ্ছেন খুব দ্রুত টিকা নিতে।
এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন দৈনিক কুমিল্লার কাগজকে জানান, সদর হাসপাতালে টিকাদান কর্মসূচী যথারীতি চলবে। জেলার বিভিন্ন উপজেলায় শুধুমাত্র একদিনের জন্য টিকাদান কর্মসূচী চালু করা হয়েছে। আগামী ১৪ আগস্ট আবারো টিকাদান কর্মসূচী চালু হবে। এছাড়াও আগামীকাল থেকে আমরা দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম চালু করবো। কুমিল্লা জেলার মানুষের কথা চিন্তা করে আমরা টিকাদানের সময় বৃদ্ধি করেছিলাম এখন আগের মত সময়সূচী অনুযায়ী টিকাদান চলবে। সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার জন্য আমরা প্রস্তুত।