Published : Monday, 9 August, 2021 at 12:00 AM, Update: 09.08.2021 1:26:16 AM
তানভীর দিপু: কুমিল্লায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা
প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে “বঙ্গমাতা সংকটে সংগ্রামে
নির্ভীক সহযাত্রী” শীর্ষক ভার্চয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন
কুমিল্লা সদর আসনের সাংসদ আকম বাহাউদ্দিন বাহার।
জেলা প্রশাসক মোহাম্মদ
কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী
আসনের সাংসদ এরোমা দত্ত, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।
এদিকে
কুমিল্লা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল
হাসান।
জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মোছাম্মদ কানিজ তাজিয়ার
সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা নাজমা আশরাফি, সদর
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন।
অনুষ্ঠানে শেখ ফজিলাতুন নেছা
মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসংস্থানের জন্য জেলায় ১২৬ জন অসহায়
দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। এছাড়া ৩০ জনকে মন্ত্রনালয় থেকে
নগদের মাধ্যমে জনপ্রতি দুই হাজার টাকা করে প্রদান করা হয়।