Published : Monday, 9 August, 2021 at 12:00 AM, Update: 09.08.2021 1:26:08 AM
তানভীর দিপু:
ঘন
ঘন বিদেশ যাওয়া-আসা আর এর মাঝখানেই ইয়াবার বেচা কেনা। কুমিল্লার
আইনশৃঙ্খলাবাহিনীর চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন এই মাদক ব্যবসায়ের কাজে জড়িত
হয়ে আছে কুমিল্লার সদর উপজেলার বাখরাবাদ গ্রামের কয়েকটি পরিবারের একটি
চক্র। মাদকের চালান পাচার ও বেচাকেনা শেষ হলেই তারা পাড়ি আবার পাড়ি জমায়
বিদেশে। আইনশৃঙ্খলাবাহিনীর সন্দেহ জমলেও প্রবাসী হওয়ায় পাড় পেয়ে গেছেন
কৌশলে। তবে শেষ রক্ষা হয়নি তাদের। অল্পদিনের জন্য দেশে এসে মাদকের বড় ধরনের
চালানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে পুনরায় তারা প্রবাসে পাড়ি
জমায় এমন তথ্যের ভিত্তিতে আপন দুই ভাইসহ ৬ জনকে আটক করেছে র্যাব। এসময়
তাদের কাছে থেকে ২৭ হাজার ৮৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
গতকাল রবিবার
দুপুরে নগরীর শাকতলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর সিপিসি-২
কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য
জানান। র্যাব জানায়, জেলা সদরের বাখরাবাদ গ্রামের কয়েকটি পরিবারের সদস্য
সৌদি আরবে চাকুরী ও ব্যবসা করার পাশাপাশি তারা বিভিন্ন সময়ে দেশে এসে বড়
পরিসরে মাদক ব্যবসা পরিচালনা করে। দেশে স্বল্প সময়ের জন্য এসে মাদকের বড়
ধরনের চালানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে পুনরায় তারা প্রবাসে
পাড়ি জমায়। এ তথ্যের ভিত্তিতে জেলা সদরের বাখরাবাদ গ্রামের মৃত রুস্তম আলীর
ছেলে মোঃ এমদাদুল হক (৪০) ও তার ভাই মোঃ লিটন (৩২) ইয়াবা ট্যাবলেটের একটি
বড় চালান বিক্রয় করে দু-এক দিনের মধ্যে সৌদি আরবে পাড়ি জমাবে। এমন তথ্যে
শনিবার দুপুরে বাখরাবাদ এবং ধনুয়াখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে
বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোঃ এমদাদুল হক (৪০) ও মোঃ আবু কাউছার (২৬) সহ
তাদের চারজন সহযোগীকেগ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বাখরাবাদ
গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোঃ এমদাদুল হক (৪০), মোঃ আবু কাউছার (২৬),
আদর্শ সদরের ধনুয়াখোলা গ্রামের মোঃ মোবারক হোসেন এর ছেলে মোঃ তৌহিদুল ইসলাম
(২৮), ও একই এলাকার মোঃ নুরুল ইসলাম এর ছেলে মোঃ জাকারিয়া (২৭), তাজুল
ইসলাম এর ছেলে মোঃ আলাউদ্দিন (২৭) ও বড়দৌল গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে
আব্দুল মতিন (৬২)।
অভিযানে তাদের নিকট থেকে ২৭ হাজার ৮৩৫ পিস ইয়াবা
ট্যাবলেট, দুই বোতল ফেন্সিডিল, এক বোতল বিদেশী মদ, দুই কেজি গাঁজা ও মাদক
বিক্রয়ের নগদ এক লক্ষ ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১,
সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন আরো
জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ এমদাদুল হক ও মোঃ আবু কাউছার আপন দুই ভাই।
মোঃ এমদাদুল হক ও মোঃ আবু কাউছারসহ তাদের চার ভাই মোঃ জলিল, মোঃ খলিল, মোঃ
লিটন ও মোঃ খোকন প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী। এই পরিবারের সদস্যরা
সৌদি প্রবাসে থাকে এবং তারা স্বল্প সময়ের ছুটিতে বাংলাদেশে আসে। তারা
প্রবাসে থাকার কারণে এলাকার কেউ সন্দেহ না করার সুযোগ কাজে লাগিয়ে মাদক
ব্যবসার ব্যাপক কার্যক্রম পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে
পুনরায় সৌদি আরবে পারি জমায়। গ্রেফতারকৃত অন্যান্য আসামীরা এই চক্রটির সাথে
সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা
ট্যাবলেট, ফেন্সিডিল, বিদেশী মদ ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য
ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে কোতয়ালী মডেল
থানায় মামলা হয়।