ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৩১ শয্যা বিশিষ্ট মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সেবা উদ্বোধন
Published : Monday, 9 August, 2021 at 12:00 AM, Update: 09.08.2021 1:26:32 AM
৩১ শয্যা বিশিষ্ট মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সেবা উদ্বোধন আবুল কালাম আজাদ।।
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবাকে আরো গতিশীল করতে এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম এমপির নিজস্ব অর্থায়নে ৩১শয্যা বিশিষ্ট মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সেবা গতকাল এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম এমপির পক্ষে উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান,কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম(বার),কুমিল্লা সিভিল সার্জন ডাঃমীর মোবারক হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা,মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল কবির, এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম এমপি মহোদয়ের উন্নয়ন সমন্বয় কারী ও উপজেলা যুবলীগের সদস্য মোঃকামাল হোসেন, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাষ্টার আবদুল কাইয়ূম চৌধুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও ডাঃনিসর্গ মেরাজ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুমসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়,করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবাকে আরো গতিশীল করতে এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম এমপি মহোদয়ের নিজস্ব অর্থায়নে গতশুক্রবার ৩০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। আজ ৩১টি বেডে সেন্ট্রাল অক্সিজেন সেবা উদ্বোধন করা হয়েছে।
এবিষয়ে এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম এমপি মহোদয়ের উন্নয়ন সমন্বয় কারী মোঃকামাল হোসেন বলেন,আমাদের প্রানপ্রিয় নেতা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার মানুষের সকল সুখ দুঃখের খোজ খবর রাখেন।
তিনি বলেন, ইতিপূর্বে  দলের গুরুত্বপূর্ণ পদে থাকা যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন, প্রিয় নেতা সকলের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন।আজ তিনি সকলের জন্য নিজের অর্থায়নে গত কয়েকদিন আগে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন এবং আজ ৩১টি বেডে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু করেছেন। এছাড়াও তিনি উপজেলা দুটির মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যেকোন নেতাকর্মী আক্রান্ত হলে যেকোন ধরনের সহযোগিতা প্রদানের লক্ষ্যে স্ব স্ব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে তালিকা তৈরি করে জানানোর নির্দেশ দিয়েছেন।