ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কাভার্ডভ্যান ঢুকে গেল খাবার হোটেলে, নিহত ১
Published : Tuesday, 10 August, 2021 at 6:53 PM
কাভার্ডভ্যান ঢুকে গেল খাবার হোটেলে, নিহত ১গাজীপুর মহানগরীর পূবাইলের মাঝুখানে চলন্ত কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে ঢুকে গেলে নিহত হন একজন। এ ঘটনায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের মাঝুখানে খাবার হোটেল ও পার্শ্ববর্তী আরমানের ফলের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে টঙ্গীগামী কাভার্ডভ্যান ঢুকে যায়। এতে পথচারী আলিমুজ্জানকে (৩৩) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ওই সময় হোটেল মালিক শিল্পী বেগমসহ অন্তত ৫ জন আহত হন।

নিহত আলিমুজ্জান চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার করমতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  কুয়েত এয়ারলাইন্সে পিয়ন ও মালামাল লোড-আনলোডের কাজ করতেন।

পূবাইল থানার মিরের বাজারে চৌরাস্তায় কর্তব্যরত ট্রাফিক ইনচার্জ (টিআই) সাইফুল ইসলাম জানান, সড়ক থেকে নিরাপদ দূরত্বে দোকানপাট স্থাপনা নির্মাণ করা উচিত। নতুবা এমন দুর্ঘটনা অপ্রত্যাশিত নয়।

পূবাইল থানার ওসি মহিদুল ইসলাম যুগান্তরকে জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।