ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চুক্তি স্বাক্ষরের জন্য প্যারিস পৌঁছে গেছেন মেসি
Published : Tuesday, 10 August, 2021 at 7:20 PM
চুক্তি স্বাক্ষরের জন্য প্যারিস পৌঁছে গেছেন মেসিপ্যারিসের ভোরটা আজ হবে একটু ভিন্ন আমেজের। শহরটির ফুটবলপ্রেমীরা সকাল সকাল ঘুম থেকে উঠেই খবরটা জেনে গেছেন। লিওনেল মেসিকে দলে নিয়ে আসতে সক্ষম হচ্ছে তাদের শহরের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শুধু তাই নয়, প্যারিসের প্রথম সকালেই বিমান বন্দরে ল্যান্ড করতে যাচ্ছে মেসিকে বহনকারী বিমান।

রোববার বার্সায় বসে আবেগঘন বিদায়ী সংবাদ সম্মেলনের পরই পিএসজির সঙ্গে চুক্তি চূড়ান্ত করার বিষয়ে নজর দেন মেসি। তার এজেন্ট খোদ মেসিরই বাবা, হোর্হে মেসি। স্প্যানিশ দৈনিক মার্কা একদিন আগেই জানিয়েছিল, পিএসজির পক্ষ থেকে আনুষ্ঠানিক যে প্রস্তাব পাঠানো হয়েছে, তা খুব সুক্ষভাবেই যাছাই-বাছাই করছেন মেসির আইনজীবী।


আজ মার্কা জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তিতে পৌঁছে গেলেন মেসি। শুধু তাই নয়, প্যারিসের বিখ্যাত পত্রিকা এল ইকুইপে সংবাদ পরিবেশ করেছে, চুক্তি স্বাক্ষরের জন্য মেসি এরই মধ্যে পিএসজিতে পৌঁছে গেছেন। খুব ভোরেই মেসির বিমান গিয়ে পৌঁছায়ি প্যারিস বিমানবন্দরে।

এল ইকুইপে যে তথ্য পরিবেশন করছে, তাতে জানা যাচ্ছে লিওনেল মেসি দুই বছরের জন্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন পিএসজির সঙ্গে। সঙ্গে এক বছরের অপশন রেখে দেয়া হচ্ছে। মূলতঃ চুক্তিটা তিন বছরেরই।

আজই দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়ে যাবে এবং বিকেলের মধ্যেই মেসির মেডিক্যাল চেকআপ সম্পন্ন হয়ে যাবে। শুধু তাই নয়, বুধবারই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে পিএসজি এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের খেলোয়াড় হিসেবে মেসির প্রেজেন্টেশন দেবে পিএসজি।