ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ডেঙ্গিতে ঢাকা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রাখীর মৃত্যু
Published : Tuesday, 10 August, 2021 at 8:16 PM
ডেঙ্গিতে ঢাকা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রাখীর মৃত্যুঢাকা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (এইচআর বিভাগ) নিশতাক আহমেদ রাখী ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার ভোর চারটায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি রাখি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়কেরও দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও রাকসুর সাবেক ভিপি রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু।

রাজশাহী বিশ্ববিদ্যালয় মাদার বক্স হলের সাবেক ভিপি অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার বলেন, বাদ আসর রাজধানীর বাসাবো বালুরমাঠ ও বিলাল জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ মাগরিব আজিমপুর কবরাস্থানে বাবা ও ভাইয়ের কবরের পাশে নিশতাক আহমেদ রাখীকে দাফন করা হয়।