সেরা চারের দৌড়ে থাকল মোহামেডান
Published : Wednesday, 11 August, 2021 at 12:00 AM
লিগ
শিরোপার নিষ্পত্তির পর চলছে সেরা চারে থাকার লড়াই। ব্রাদার্স ইউনিয়নের
বিপে জিতে সেরা চারে উঠে এসেছে মোহামেডান স্পোর্টিং কাব। একই দিনে শেখ
রাসেল ক্রীড়া চক্রকে উড়িয়ে আশা বাঁচিয়ে রেখেছে সাইফ স্পোর্টিং।
বঙ্গবন্ধু
জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার শেখ রাসেলকে ৪-২ গোলে হারায় সাইফ স্পোর্টিং।
আর্মি স্টেডিয়ামে ব্রাদার্সের বিপে ২-০ ব্যবধানে জিতেছে মোহামেডান।
২০
ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মোহামেডন। এক ম্যাচ কম খেলা সাইফ
স্পোর্টিং ৩২ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। ৩৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে
থাকা চট্টগ্রাম আবাহনী দিনের শেষ ম্যাচে বাংলাদেশ পুলিশের বিপে জিতলে উঠে
যাবে সেরা চারে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে নবম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে
যায় প্রথম লেগে শেখ রাসেলের বিপে ২-১ গোলে জেতা সাইফ স্পোর্টিং। নাইজেরিয়ান
ফরোয়ার্ড জন ওকোলির কোনাকুনি শট ক্রসবারে লেগে ফিরে আসার পর গোলমুখে থাকা
শেখ রাসেলের আসাদুজ্জামান বাবলুর গায়ে লেগে জালে জড়ায়। চার মিনিট পরই ওবি
মোনেকের গোলে সমতায় ফিরে শেখ রাসেল।
আধিপত্য করে প্রথমার্ধেই আরও দুই গোল তুলে নেয় সাইফ স্পোর্টিং।
২৭তম
মিনিটে আবিদ আহমেদের লম্বা ক্রস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে
নিখুঁত শটে গোলরক আশরাফুল ইসলাম রানার পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন
ইকেচুকু কেনেথ।
৪০তম মিনিটে ব্যবধান আরও বাড়ান ওকোলি। অবশ্য এ গোলে
কেনেথের ভূমিকাই বেশি। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের
শটে বল গোলরক রানার পায়ে লেগে উঠে যায় উচুঁতে। দ্রুত তিনি হেড পাস বাড়ান
গোলমুখে। ওকোলিও হেডেই ঠিকানা খুঁজে নেন।
দ্বিতীয়ার্ধে কেনেথের দ্বিতীয়
গোলে ব্যবধান আরও বাড়ে। ৬৩তম মিনিটে ওবি মোনেকের গোলে শেখ রাসেল ব্যবধান
কমায়। অষ্টম হারের পর ২০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে সাইফুল
বারী টিটুর দল।
আর্মি স্টেডিয়ামে ৪১তম মিনিটে শাহেদ হোসেন মিয়ার গোলে
এগিয়ে যায় মোহামেডান। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন মালির
ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে।
চলতি লিগে আরামবাগ ক্রীড়া সংঘের মতোই
কান্তিহীনভাবে হেরে চলেছে ব্রাদার্স। ১৯ ম্যাচে ১৫তম হারের তেতো স্বাদ
পাওয়া দলটি ৬ পয়েন্ট নিয়ে আছে তলানির দল আরামবাগের এক ধাপ উপরে।