ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পর্যটনকেন্দ্র খুললেও সেন্টমার্টিন যাওয়ায় বাধা
Published : Wednesday, 18 August, 2021 at 1:36 PM
পর্যটনকেন্দ্র খুললেও সেন্টমার্টিন যাওয়ায় বাধা দীর্ঘদিন পর পর্যটন সেক্টর খুলে দেয়ার খবরে স্বস্তি বিরাজ করছে টেকনাফ-কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে। ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়ার স্বপ্ন বুনছেন তারা।

পর্যটকদের বরণে কক্সবাজারে হিমছড়ি, ইনানী, টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পর্যটন স্পট, সাবরাং এক্সক্লুসিভ জোন, ন্যাচার পার্ক, টেকনাফ বার্মিজ মার্কেট, ডুলহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক, মহেশখালী আদিনাথ মন্দির, রামু রাম কুট বৌদ্ধ বিহারসহ দর্শনীয় স্থানগুলোকে আকর্ষণীয় করে সাজানো হচ্ছে। পর্যটকদের স্বাগত জানাতে হোটেল-মোটেলগুলোকে সাজানো হচ্ছে নবরূপে। চলছে ধোয়া-মোছার কাজ। তবে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে এখনো শুরু হয়নি পর্যটক বরণের প্রস্তুতি।

বুধবার টেকনাফ-কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে দেখা যায়, দেশ-বিদেশি পর্যটকে সরগরম থাকা সৈকতে সুনসান নীরবতা। অনেকেই বদ্ধ ঘর থেকে বের হয়ে সৈকতে এলেও হতাশ হয়ে ফিরছেন। কারণ, এখনো সৈকতে কাউকে নামতে দেয়া হচ্ছে না। ১৯ আগস্টের পর স্বাস্থ্যবিধি মেনে সৈকতে আসার জন্য মাইকিং করা হচ্ছে।
এদিকে, বৈরী আবহাওয়ার প্রতিকূলতায় সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে এমন সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। ফলে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে এখনো শুরু হয়নি পর্যটন সংশ্লিষ্ট হোটেল, কটেজ সাজানো ও জাহাজ চলাচলের প্রস্তুতি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ বলেন, এখানের পর্যটন ব্যবসা মূলত মৌসুমকেন্দ্রিক। বর্ষা মৌসুম শেষে এখানে আবার জমবে পর্যটকদের আনাগোনা।

গত বছর করোনা সংক্রমণের গোড়ার দিকে ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা হলে বন্ধ হয়েছিল পর্যটন। এরপর সংক্রমণ কিছুটা কমে এলে গত বছরের ১৭ আগস্ট চালু হলেও চলতি বছরের ৫ এপ্রিল আবার বন্ধ হয়ে যায় পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র।