চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন ও পাঁচজন উপসর্গে ভুগছিলেন। এছাড়া ৫২২ নমুনা পরীক্ষা করে নতুন আরও ১১১ জন শনাক্ত হয়েছেন।
বুধবার (১৮ আগস্ট) দুপুর ২টা থেকে আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মৃতদের মধ্যে শনাক্ত ছিলেন আ. রশিদ (৭০)। এছাড়া আ. রশিদ (১০০), হাজি ইব্রাহিম (৭৫), আ. বাশার (৭৬), মাকসুদা (৭০) ও নুরজাহান (৪৫) উপসর্গে ভুগছিলেন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, মঙ্গলবার (১৭ আগস্ট) পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২০ জন।