রাজবাড়ী দিয়ে প্রবাহিত পদ্মার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বুধবার বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী মো. আবুল কালাম আজাদ।
তিনি বলেন, রাজবাড়ীর তিনটি পয়েন্ট হলো— পাংশার সেনগ্রাম, গোয়ালন্দের দৌলতদিয়া ও সদরের মহেন্দ্রপুর। এর মধ্যে পাংশার সেনগ্রাম পয়েন্টে দশমিক ৫৯ সেন্টিমিটার, সদরের মহেন্দ্রপুরে ৯ দশমিক ৫৫ সেন্টিমিটার এবং দৌলতদিয়া পয়েন্টে ৮ দশমিক ৮০ সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে। এটি দশমিক ৫৯ সেন্টিমিটার এবং গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে দশমিক ১৫ সেন্টিমিটার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রাজবাড়ীর তিনটি পয়েন্টের স্বাভাবিক পানি ধরা হয় পাংশার সেনগ্রামে দশমিক ৫৯ সেন্টিমিটার, সদরের মহেন্দ্রপুরে ৯ দশমিক ৭৫ সেন্টিমিটার ও গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে ৮ দশমিক ৬৫ সেন্টিমিটার।
বর্তমান পদ্মার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ভাঙন আতঙ্কে রয়েছে নদী পারের শত শত মানুষ। নদীভাঙনের চরম হুমকিতে রয়েছে রাজবাড়ী শহররক্ষা বাঁধ ও দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাট। পানি উন্নয়ন বোর্ড তড়িঘড়ি করে ভাঙন রোধ করার চেষ্টা চালালেও তা অপরিকল্পিত বলে দাবি ভুক্তভোগীদের।