ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তালেবান ইস্যুতে ইমরানকে জনসন-মেরকেলের ফোন
Published : Wednesday, 18 August, 2021 at 3:28 PM
তালেবান ইস্যুতে ইমরানকে জনসন-মেরকেলের ফোনআফগান ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। গতকাল মঙ্গলবার ওই নেতাদের সঙ্গে ইমরান খানের এই ফোনালাপ হয়। এ সময় তারা আফগানিস্তানের তালেবানের ক্ষমতা দখলসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন।

আজ বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা ও দেশটির নাগরিকদের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন ইমরান খান।

ইমরান বলেন, বিদ্যমান সংকটকে পাশ কাটিয়ে আফগানিস্তানকে এগিয়ে নিতে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানই সবচেয়ে ভালো উপায়। পাকিস্তান সকল আফগান নেতার সঙ্গে যোগাযোগ রাখছে। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কেও যুক্ত থাকার অনুরোধ জানান।
এসব প্রস্তাবের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বরিস জনসন এবং অ্যাঙ্গেলা মেরকেল একমত পোষণ করেন বলে খবরে বলা হয়েছে। এর পাশাপাশি আফগানিস্তানের ক্রমপরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার ঘোষণাও দেশটির নেতারা।