ময়মনসিংহের ভালুকার খীরু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ডা. অমিত কুমার রায়ের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুর পৌনে ২টায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১২টায় স্থানীয় সাউন্ড সিস্টেম ব্যবসায়ী তানভীর আহমেদের (৩০) লাশ উদ্ধার করা হয়। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। অমিত কুমারের বাড়ি গাজীপুরে। তার লাশ থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে।
ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজা জানান, কোনও অনুমোদন না নিয়ে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের অর্থায়নে মঙ্গলবার বেলা ৪টার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আবু সাঈদ, ডা. কামরুন নাহার, ডা. মেহেদী হাসান, ডা. শফিকুল সালেহীন, ডা. অমিত কুমার রায় ও ডা. হাসিনসহ ২০ জন ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে নদীতে আনন্দ ভ্রমণে যান। ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে উরাহাটি এলাকায় খীরু নদীতে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে পাড়ে উঠতে পারলেও, অমিত কুমার ও তানভীর আহমেদ ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করে।
জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, আনন্দ ভ্রমণে কিংবা বনভোজনে যাওয়ার জন্য কোনও অনুমোদন নেওয়া হয়নি। তবে ঘটনাটি খুবই দুঃখজনক।