আফগানিস্তানে সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করেছে তালেবান। এরই অংশ হিসেবে সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির নেতারা। বুধবার এক তালেবান কর্মকর্তা জানিয়েছেন তালেবান কমান্ডার এবং হাক্কানি নেটওয়ার্কের সিনিয়র নেতা আনাস হাক্কানি কারজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ওই বৈঠকে হামিদ কারজাইয়ের সঙ্গে পুরনো সরকারের মূল শান্তি দূত আবদুল্লাহ আবদুল্লাহ উপস্থিত ছিলেন। তবে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই তালেবান কর্মকর্তা।
তালেবানের গুরুত্বপূর্ণ অংশ হাক্কানি নেটওয়ার্ক। পাকিস্তান সীমান্ত ভিত্তিক এই নেটওয়ার্কটির বিরুদ্ধে সাম্প্রতি আফগানিস্তানে কয়েকটি বড় প্রাণঘাতী হামলায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
গত রবিবার তালেবান বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে পড়ার পর নিজের তিন মেয়েকে সঙ্গে নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি বাহিনী ও তালেবান উভয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘মেয়েদের নিয়ে আমি কাবুলে আছি। আর আমি তালেবানকে মানুষের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের আহ্বান জানাচ্ছি।’
২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলায় তালেবান সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট মনোনীত হন হামিদ কারজাই। যুক্তরাষ্ট্রের সমর্থনে ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন তিনি। মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর প্রায় সারা দেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর রবিবার কাবুলে ঢুকে পড়ে তালেবান। এরপরই নিজের ঘনিষ্ঠদের নিয়ে আফগানিস্তান ছেড়ে যান বর্তমান আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি।
সূত্র: রয়টার্স