শ্রীলঙ্কার বিপক্ষে শুরু বাংলাদেশের সাফ
Published : Thursday, 19 August, 2021 at 12:00 AM
সাফ
চ্যাম্পিয়নশিপের ১৩তম আসরের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ১ থেকে ১৩ অক্টোবর
মালদ্বীপে হতে যাচ্ছে দণি এশিয়ার শীর্ষ ফুটবল প্রতিযোগিতা। স্বাগতিক
মালদ্বীপের সঙ্গে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নেপাল।
প্রতিযোগিতার উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশ। জামাল ভূঁইয়াদের প্রতিপ
শ্রীলঙ্কা।
লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। ফলে
সবগুলি দলের সঙ্গে খেলতে হবে বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপ
ভারত। ম্যাচটি হবে ৩ অক্টোবর। এরপর ৬ ও ১১ অক্টোবর বাংলাদেশের প্রতিপ
যথাক্রমে মালদ্বীপ ও নেপাল।
পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১৩ অক্টোবর ফাইনাল খেলবে। সবগুলি ম্যাচ হবে মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে।
প্রসঙ্গত,
সাফের এবারের আসর বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু জুলাইয়ে সিদ্ধান্ত
বদলায় বাফুফে। এরপর নেপাল ও মালদ্বীপ আগ্রহ দেখায়। কোভিড পরিস্থিতির কথা
চিন্তা করে মালদ্বীপকে বেছে নেয় দণি এশিয়ান ফুটবল ফেডারেশন।
২০০৯ সালে
বাংলাদেশ শেষ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলেছিল। এর আগে ২০০৩ সালে
প্রতিযোগিতা আয়োজন করে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর সাফে
ধারাবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশ। জামাল, তপু বর্মনরা এবার শিরোপার দীর্ঘ আপে
ঘোচাতে পারবেন কি? র্যাংকিংয়ে ১৮৮ নম্বরে থাকা বাংলাদেশের থেকে প্রত্যাশা
হয়তো সামান্যই!