ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে অসহায় এক নারীর চিকিৎসার দায়িত্ব নিলেন হ্যালো ছাত্রলীগ
Published : Thursday, 19 August, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে আইসোলশনে চিকিৎসাধীন অসহায় এক নারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন হ্যালো ছাত্রলীগ। বুধবার দুপুরে দেবিদ্বারে আইসোলশন সেন্টার থেকে হ্যালো ছাত্রলীগের হট নম্বরে জরুরি ওষুধ লাগবে জানিয়ে একটি ফোন আসে। তাৎক্ষণিক হ্যালো ছাত্রলীগের প্রধান কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউছার অনিকের নেতৃত্বে হ্যালো ছাত্রলীগ টিম ওই রোগীর সাথে দেখা করে প্রেসক্রিপসনের সকল ওষুধের ব্যবস্থা করে দেন।   
এসময় উপস্থিত ছিলেন প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ময়নাল হোসেন ভিপি, কুমিল্লার উত্তর জেলা ছাত্রলীগ নেতা মো. আনোয়ার হোসেন বাপ্পু, দেবিদ্বার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসানসহ আরও আরও অনেকে।
আবু কাউছার অনিক জানান, দুপুরে করোনা আইসোলেশন সেন্টার থেকে এক ব্যক্তি ফোন করে তার স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজনী কিছু ওষুধ লাগবে জানিয়ে হ্যালো ছাত্রলীগের হট কল নম্বরে দেন। পরে তাৎক্ষণিক হ্যালো ছাত্রলীগের নেতা কর্মীরা দেখা করে তার প্রয়োজনীয় ওষুধ  ক্রয় করে দেয়া হয়। ওই রোগী যতদিন  করোনা আইসোলশন সেন্টারে চিকিৎসাধীন থাকবেন আমরা তার যত খরচ তা বহন করব।
ইউএনও রাকিব হাসান বলেন, হ্যালো ছাত্রলীগ করোনাকালীন সময়ে বিভিন্ন মানবিক কাজে সম্পৃক্ত রয়েছে। করোনা আইসোলশনে এর আগেও কয়েকজন রোগীকে বিভিন্ন ওষুধপত্র কিনে দিয়েছেন, তারা সু¯’ হয়ে বাড়ি ফিরেছেন। এ কাজগুলো অব্যাহত রাখার জন্য অনুরোধ করছি।