ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া
Published : Thursday, 19 August, 2021 at 12:00 AM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া টিকাকেন্দ্রে গিয়ে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৪টায় মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়ে এই টিকা নেন তিনি।
এ হাসপাতাল থেকেই গত ১৯ জুলাই কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন খালেদা জিয়া। সেদিনের মত বুধবারও তিনি গাড়ি থেকে নামেননি। অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে গাড়িতে এসে টিকা দিয়ে যান স্বাস্থ্যকর্মীরা।
খালেদার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন ছাড়াও তার বাসার আরো পাঁচজন এদিন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।
এদিকে বিএনপি নেত্রীর হাসপাতালে আসার খবরে কর্মীদের অনেকে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে ভিড় করেন।
বিএনপি নেতাদের মধ্যে মাহবুব উদ্দিন খোকন, নিলুফার চৌধুরী মনি, যুব দলের সাইফুল আলম নিরব, সুলতানা সালাহউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়ন, এসএম জাহাঙ্গীর, শফিকুল ইসলাম মিল্টন, শরীফুল ইসলাম জুয়েল, মহিলা দলের সুলতানা আহমেদসহ নেতারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
টিকা নিয়েই গুলশানের বাসা ফিরোজায় ফিরে যান ৭৫ বছর বয়সী খালেদা জিয়া। ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে চড়ে তিনি টিকা নিতে এসেছিলেন এদিন।
দুর্নীতির দুই মামলায় দ-িত খালেদা জিয়াকে মহামারী শুরুর পর গত বছরের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়। তারপর থেকে তিনি গুলশানের বাসা ফিরোজায় আছেন।
সেখানে এ বছরের এপ্রিলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। ৫৪ দিন পর গত ১৯ জুন তিনি বাসায় ফেরেন।