দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২০
জনের মৃত্যু হয়েছে। ৫১ দিন পর এটি সর্বনিম্ন মৃত্যু। এর আগে সবশেষ ৩০ জুন
১১৫ জনের মৃত্যু হয়েছিল।
এছাড়া শনাক্ত কমে ৪ হাজারের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী
শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৯৯১ জন। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন
কোভিড রোগী শনাক্ত হলো।
এর আগের দিনে শুক্রবার (২০ আগস্ট) ১৪৫ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত হয়েছিল পাঁচ হাজার ৯৯৩ জন।
শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৬৯ ও নারী ৫১ জন। এদের মধ্যে সরকারি
হাসপাতালে ৯৭ জন, বেসরকারি হাসপাতালে ২২ জন এবং বাড়িতে একজনের মৃত্যু হয়।
একই সময়ে করোনায় মৃত ১২০ জনের মধ্যে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা
বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম ২৭ জন, রাজশাহী ৯ জন, খুলনা ১৫ জন, বরিশাল তিনজন,
সিলেট বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে সাতজন এবং ময়মনসিংহ বিভাগে ছয়জনের মৃত্যু
হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৭২৪টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ৪৯৩টি
নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২৩ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এ
নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮৬ লাখ ১৭ হাজার ৮২৮টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক শূন্য ৭১ শতাংশ। গত
বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার
১৬ দশমিক ৯১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন সাত হাজার ৬৬৬ জন। এ নিয়ে দেশে
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা
১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন হলো। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৩ দশমিক ১ শতাংশ।