‘রানী’র উচ্চতা ছিল মাত্র ২০ ইঞ্চি এবং ওজন ছিল ২৬ কেজি। দাবি করা হচ্ছিলো, গরুটি আকারে বিশ্বের সবচেয়ে ছোট। গিনেজ বুকে নাম লেখানোর প্রক্রিয়াও শুরু করেছিলেন খামারি।
গিনেজ বুক অফ ওয়ার্ল্ডের সর্বশেষ রেকর্ড অনুসারে, ২০১৫ সালে ভারতে কেরালা রাজ্যে পাওয়া ‘মানিক্যাম’ নামের গরুর উচ্চতা ছিল ২৪ ইঞ্চি ও ওজন ছিল ৪০ কেজি। সেটি পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেজ বুক অফ ওয়ার্ল্ডের স্বীকৃতি পেয়েছে। আর ‘রানী’র উচ্চতা ২০ ইঞ্চি ও ওজন মাত্র ২৬ কেজি।