ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় মানব পাচার ও অপহরণকারী  চক্রের দুই সহযোগী গ্রেফতার
Published : Thursday, 19 August, 2021 at 12:00 AM, Update: 19.08.2021 1:47:13 AM
কুমিল্লায় মানব পাচার ও অপহরণকারী  চক্রের দুই সহযোগী গ্রেফতার মাসুদ আলম ।।
লিবিয়ায় দিপু নামে এক প্রবাসীকে অপহরণ করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবিকারী বাংলাদেশে অবস্থারত দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর এলাকা থেকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।    
অপহরণকারীদের দুই সহযোগি হলেন, চান্দিনা উপজেলার দোল্লাই গ্রামের মৃত হিরণ মিয়ার ছেলে নাভিদ হাসান (২১) এবং একই উপজেলার মৃত আবু তাহেরের ছেলে অর্থ প্রবাহে সহায়তাকারী মোঃ কামাল হোসেন (৩৮)। বিকাশ এজেন্ট ব্যবসার আড়ালে প্রবাসে অপহরণকারীদের সহযোগী হিসেবে কাজ করতেন কামাল।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও ডিআইও ওয়ান মাঈন উদ্দিন খান জানান, গত আটবছর আগে নওগাঁ জেলার সদর সাহাপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের মোঃ দিপু হোসেন (২৭) লিবিয়াতে যায়। গত ১৪ আগস্ট দিপু তার পরিবারকে ফোনে জানান তিনি বাংলাদেশী ইয়াসিন মিয়া এবং কামাল হোসেনের মাধ্যমে রাতে সাগর পথে লিবিয়া থেকে ইতালি যাচ্ছেন। ওই রাত সাড়ে ১১টার দিকে দিপু হোসেন কান্নাকাটি করে তার পরিবারকে জানানযে, উল্লেখিত বাংলাদেশীগনকে ৩০ হাজার মার্কিন ডলার (সমপরিমান ২৫ লাখ) টাকা দিতে হবে, নয়তো তাকে মেরে সাগরে ফেলে দেবে। পরে দুই ঘন্টার মধ্যে তার পরিবার অনন্যেপায় হয়ে গত ১৬ আগস্ট অপহরনকারীদের দেওয়া বিকাশ একাউন্ট ০১৯৬০৮০৩৭০৩ এবং ০১৯৫৬৯১৪০৯০ নাম্বারে ৫০ হাজার টাকা পাঠায়।
অপহরণ এবং মুক্তিপণের ঘটনায় নওগাঁ সদর থানায়  ১৭ আগস্ট মানব পাচার প্রতিরোধ দমন আইনে একটি মামলা করে। মামলার প্রেক্ষিতে নওগাঁ জেলা পুলিশের অনুরোধে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার এলআইসি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় টাকা পাঠানোর বিকাশ নাম্বারের অবস্থান সনাক্ত করে  মামলার এজাহার নামীয় আসামী নাভিদ হাসান ও বিকাশ এজেন্ট অর্থ প্রবাহে সহায়তাকারী মোঃ কামাল হোসেন ৫০ হাজার টাকাসহ হাতে-নাতে গ্রেফতার করে।