ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনায় একদিনে ৬ মৃত্যু কুমিল্লায়, আক্রান্ত ২০৩
Published : Thursday, 19 August, 2021 at 12:00 AM, Update: 19.08.2021 1:46:19 AM
করোনায় একদিনে ৬ মৃত্যু কুমিল্লায়, আক্রান্ত ২০৩নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে একদিনে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে আরো ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৫ শতাংশ। বুধবারবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন নারী এবং দুইজন পুরুষ।
এ ছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৬৮২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ৭৬৭ জনে। এর মধ্যে মারা গেছেন ৮৭৭ জন, সুস্থ হয়েছেন ২৬ হাজার ২৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে নাঙ্গলকোটের দুজন এবং কুমিল্লা সিটি করপোরেশন, দাউদকান্দি, লালমাই ও মনোহরগঞ্জ উপজেলার একজন করে।
গত ২৪ ঘন্টায় কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৫২ জন ছাড়াও আদর্শ সদরে তিনজন, সদর দক্ষিণে তিনজন, বুড়িচংয়ে ১৪ জন, ব্রাহ্মণপাড়ায় ছয়জন, চান্দিনায় একজন, চৌদ্দগ্রামে ১৩ জন, লাকসামে ২০ জন, দেবীদ্বারে দুইজন, দাউদকান্দিতে একজন, লালমাইয়ে ১১ জন, নাঙ্গলকোটে ২২ জন, বরুড়ায় ২৩ জন, মনোহরগঞ্জে ১০ জন, মুরাদনগরে নয়জন, মেঘনায় ১১ জন এবং হোমনায় দুজন করোনা আক্রান্ত হয়েছেন।