ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভিক্টোরিয়া কলেজ শিক্ষকের বক্তব্যের প্রতিবাদ
Published : Thursday, 19 August, 2021 at 12:00 AM
কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজর ইতিহাস বিভাগের শিক্ষক আবদুল লতিফ স্বাধীনতা সংগ্রাম-পরবর্তী সময়ের ইতিহাস বিকৃত করে বক্তব্য দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সফিউল আহমেদ বাবুল।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ১৫ আগস্ট রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কলেজে আয়োজিত অনলাইন আলোচনা অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়।
আপলোড হওয়া ভিডিওটিতে দেখা যায়, শিক্ষক আবদুল লতিফ তার বক্তব্যে বলছেন, দেশ স্বাধীন হবার পর এ দেশের মানুষ ‘আসসালামু আলাইকুম’, ‘বিসমিল্লাহ’, ‘খোদা হাফেজ’ বলতে পারতেন না। বলতে হতো ‘সুপ্রভাত’। বঙ্গবন্ধু ১০ জানুয়ারি দেশে ফেরার পর এই পরিস্থিতি আর ছিল না .....’ যা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য। পেশায় একজন শিক্ষক হয়েও এহেন বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য অনাকাঙ্খিত ও নিন্দনীয়। তাকে শীঘ্রই ইতিহাস বিকৃতির কারণ দর্শাতে হবে এবং সঠিক ইতিহাস তুলে ধরে ভূল স্বীকার করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।