Published : Thursday, 19 August, 2021 at 12:00 AM, Update: 19.08.2021 1:47:52 AM
বশিরুল ইসলাম:
করোনা
প্রাদুর্ভাবের কারণে যখন কিছুটা স্থবির হয়ে পড়েছে অর্থনীতির চাকা, বিভিন্ন
প্রতিষ্ঠান থেকে ছাটা করা হয় হাজার হাজার শ্রমিককে; সে সময়ে ব্যতিক্রমী
দৃষ্টান্ত স্থাপন করেছে কুমিল্লা ইপিজেডের কাদেনা স্পোর্টস ওয়্যার লি:।
করোনাকালীন এ সময়টাতে উৎপাদন বেড়েছে প্রতিষ্ঠানটিতে। ছাটাই করা হয়নি কোনো
শ্রমিককে।
জানা যায়, করোনা ভাইরাসের কারণে বিশ্ব বাণিজ্যের পাশাপাশি
বাংলাদেশের ব্যবসায়ও পরেছে নেতিবাচক প্রভাব। তৈরি পোশাকসহ রপ্তানি পণ্য
নিয়ে যখন দুশ্চিন্তায় ব্যবাসায়ীরা; তখন ব্যতিক্রমি দৃষ্টান্ত কাদেনা
স্পোটর্স ওয়্যার লি:। কুমিল্লা ইপিজেডের ৯টি কারখানায় প্রায় ৩৮হাজার
শ্রমিক কাজ করে। তার মধ্যে সাড়ে ৬ হাজারেরও বেশি শ্রমিক কাজ করে কুমিল্লা
কাদেনায় (কাদেনা স্পোর্টস ওয়্যার লি:) । করোনার পূর্বে ২০১৯ সালে যেখানে
কাদেনায় শ্রমিক ছিল ৪হাজার ৮শ করোনা পরবর্তী ২০২১ সালে এসে শ্রমিক সংখ্যা
দাড়িয়েচে ৬হাজার ৮শ’তে। শুধু তাই নয় ২০১৯ সালে কাদেনার রপ্তানী ছিল ৫০
মিলিয়ন ও ২০২০সালে ৭০মিলিয়ন। ২০২১ সালে রপ্তানির বেড়ে দাড়িয়েছে ১শ ২০
মিলিয়ন। এমনকি গত ২ বছরে কাদেনায় কোন শ্রমিক ছাটাই হয়নি।
এ বিষয়ে
কাদেনা স্পোটর্স ওয়্যার লি: এর উপ-মহাব্যবস্থাপক এনামুল হক জানান, আল্লাহ
তায়ালার কাছে শুকরিয়া যে আমরা করোনাকালীন সময়ে আমাদের উৎপাদন অব্যাহত রেখে
প্রতিষ্ঠানের রপ্তানি পন্যের ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছি। আমাদের
শ্রমিকদের বেতন ঠিক সময়ে দিতে পারছি। আমাদের কোন শ্রমিককে ছাটাই করতে হয়নি।
বরং আমরা নতুন শ্রমিক নিয়োগ দিয়েছি এবং নিয়োগ অব্যাহত রেখেছি।