বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাঁচ কোটি টাকার ইয়াবাসহ
সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি উছাহ্লা মারমাকে গ্রেফতার করেছে পুলিশ। এ
যুবলীগ নেতা সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের দফতরি হিসেবে কর্মরত আছেন।শুক্রবার
(২০ আগস্ট) রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মারোগ্যপাড়া
এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা পাচারের সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের
পর তার কাছ থেকে এক লাখ ৭১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা
বাহিনী। পুলিশ জানিয়েছে, এর আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি ১৩ লাখ টাকা।ঘটনার
সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মুহাম্মদ আলমগীর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উছাহ্লা মারমা মাদক
কারবারে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি
থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।নাইক্ষ্যংছড়ি
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন জানান, উছাহ্লা মারমা পিন্টু
ইউনিয়ন যুবলীগের সভাপতি। জেলা কমিটির নির্দেশনায় তার বিরুদ্ধে সাংগঠনিক
ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে বান্দরবান পুলিশ
সুপার (এসপি) জেরিন আখতার বলেন, নাইক্ষ্যংছড়ি ও সোনাইছড়িতে পুলিশের
একটি দল এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি
মুহাম্মদ আলমগীর হোসেন। ইয়াবাসহ মাদক পাচার, বিক্রি বন্ধে আইনশৃঙ্খলা
বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে কোনও ছাড় নেই।