ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২১ আগস্ট গ্রেনেড হামলা জড়িতদের ফাঁসির দাবিতে বুড়িচংয়ে শোক র‌্যালি
Published : Sunday, 22 August, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
কুমিল্লার বুড়িচংয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড মামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহতের ঘটনায় জড়িত মূল হোতা ও খুনীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবিতে উপজেলা দলীয় কার্যালয়ে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বুড়িচং উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে নিহতদের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত ও আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আবুল হাসেম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি এড. আবুল হাসেম খাঁন।
সভা পরিচালনা করেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. রেজাউল করিম। অতিথি হিসেবে ছিলেন এড. আবদুল মমিন ফেরদাউস। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.মশিউর রহমান খাঁন। পরে গ্রেনেড হামলায় নিহতের উদ্দেশ্যে একটি শোক  র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আবদুর রশীদ, শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. মতিউর রহমান খাঁন রুমেল, ষোলনল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দীন মানিক, অর্থ সম্পাদক জহিরুল হক ভূইয়া, সোলেমান রেজভী, মো. শামীমূল ইসলাম হাবিউল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-সভাপতি সুলতান আহম্মেদ, রাজাপুর ইউনিয়ন আথলীগের সাধারণ সম্পাদক পারভেজ খাঁন, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, আওয়ামী লীগ নেতা মো. কামাল উদ্দীন ঠিকাদার, মাজেদুল ইসলাম মেম্বার, আ: জলিল, পীরযাত্রাপুর ইউনিয়ন আথলীগের সাবেক সভাপতি সফিউল্লাহ্, ষোলনল ইউনিয়ন  আ’লীগের আইন বিষয়ক সম্পাদক আইনজীবী সহকারি মো. নজরুল ইসলাম ভূইয়া, উপজেলা যুবলীগ প্রস্তাবিত কমিটির সভাপতি হাজী বিল্লাল হোসেন, মো মাহাবুবুর রহমান (ওয়ালটন), যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. সুমন ভুইয়া, প্রচার সম্পাদক জসিম উদ্দীন, মো. শাহআলম, স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি লেনিন পিপু, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা যুবলীগ নেতা যুবলীগ নেতা মো. মোতাহের হোসেন, মো. জাহাঙ্গীর আলম (পয়াত), হাজী তোফায়েল, মো. জালাল উদ্দীন, মো. জালাল উদ্দীন (জগতপুর), তানভীর হোসেন পাভেল, আক্তার হোসেন, মো. আবু হাছান, ষোলনল ইউনিয়ন আথলীগের সাংগঠনিক সম্পাদক বাদল খাঁ মেম্বার, সহ-প্রচার সম্পাদক আক্তার হোসেন মেম্বার, মো. ফারুক খান মেম্বার, বাকশীমুল ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক হিমেল খান, আশিকুর রহমান খান, মো. আ: রশীদ পেপার, শ্রমিকলীগ নেতা মোস্তফা, তারু মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দীন, সেক্রেটারি সুমন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সাহাবুদ্দিন সোহাগ, ইঞ্জি. পলকসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দরা বুড়িচং উপজেলা সদরে একটি শোক র‌্যালী প্রদক্ষিণ করে। শোক র‌্যালি শেষে গ্রেনেড হামলায় জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড. রেজাউল করিম খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।