ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২৫০ হতদরিদ্র পরিবারে প্রবাসী মুক্তিযোদ্ধার খাদ্যসামগ্রী বিতরণ
Published : Sunday, 22 August, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের ২৫০ দরিদ্র ও অসহায় পরিবারে খাদ্যসামগ্রী দিয়েছেন নিউইয়র্ক আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম জাহাঙ্গীর। শনিবার দুপুরে দারোরা ইউনিয়নের পালাসুতা জাহাঙ্গীর সুপার মার্কেটে ওই খাদ্যসামগ্রী আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়। এসএম জাহাঙ্গীর (৬৯) পালাসুতা গ্রামের অবসরপ্রাপ্ত সি.ও মৃত আব্দুল মজিদের ছেলে।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার রোশন আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চেয়ারম্যান, দারোরা বাজার বনিক সমিতির সভাপতি ছানু মিয়া মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির আলমগীর, সাবেক মেম্বার জহিরুল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি কামাল উদ্দিন খন্দকার, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, আব্দুল হান্নান, স্বাস্থ্যকর্মী সুমন সরকার, সাবেক মেম্বার আবুল হাসেম, যুবলীগ নেতা দুলাল উদ্দিন, মোশারফ হোসেন ও হাজী হোসেন সরকার প্রমুখ।
নিউইয়র্ক আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম জাহাঙ্গীর দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীনের লক্ষে ঝাপিয়ে পড়েছিলাম, দেশ স্বাধীন হয়েছে। বয়স বাড়ার সাথে সাথে দেশের প্রতি মমত্ববোধও বেড়েছে। জীবনের প্রয়োজনে প্রবাসে থাকলেও দেশের প্রতি দায়বদ্ধতা এড়াতে পারিনা। তাই যৎ সামান্য খাদ্যসামগ্রী দিয়ে অংশ গ্রহণ করেছি মাত্র। বিত্তবানদের প্রতি অনুরোধ, যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এখনই উপযুক্ত সময়।’
মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, দীর্ঘদিন লকডাউন থাকায় দেশের অবস্থা বেশী ভালো নয়। এ মুহুর্তে ২৫০ হতদরিদ্র পরিবার খাদ্যসামগ্রী পাওয়া সত্যিই স্বস্তির বিষয়। এর আগেও তিনি আরো দু’বার খাদ্যসামগ্রী দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা এস.এম জাহাঙ্গীরকে জানাই কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।’