ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগ ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদের স্মরণে আলোচনা
Published : Sunday, 22 August, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
জননেত্রী শেখ হাসিনার প্রাণনাশের অপচেষ্টায় ২১ আগষ্ট জঙ্গিবাদী গ্রেনেড হামলায় বেগম আইভী রহমানসহ শহীদ ২৪ নেতাকর্মী স্মরণে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। বিআরডিবি'র কর্মকর্তা সফিকুল ইসলামের পরিচালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ওসি অপ্পেলা রাজু নাহা, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাষ্টার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান শরীফ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জহিদুল হাসান পলাশ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মিশনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মাচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৪ সাল ২১ আগষ্টের হামলাকারীরা এক ও অভিন্ন শক্তি। তাদের মূল লক্ষ্য বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া। এদের মূল লক্ষ্য দেশের স্বাধীনতা হত্যা, গণতন্ত্র হত্যা করা। ১৭ বছর অতিবাহিত হলেও ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহ স্মৃতি জাতি আজও ভুলতে পারেনি। ভয়াল সেই হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন, আহত হন পাঁচ শতাধিকেরও বেশি লোকজন। আহতদের অনেকেই এখনো তাদের শরীরে গ্রেনেডের স্প্লিন্টার আর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন।