তিতাসে তিনটি ইউনিয়ন বিএনপির কমিটি
Published : Sunday, 22 August, 2021 at 12:00 AM
কবির হোসেন, তিতাসঃ
কুমিল্লার তিতাস উপজেলার তিনটি ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ কমিটির অনুমোদন দিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে জিয়ারকান্দিস্থ উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন সরকারের বাসভবনে তিন ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কমিটির অনুমোদন দেন। ১নং সাতানী ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ কমিটিতে সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে দেলোয়ার হোসেন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান (হিরা), সাধারণ সম্পাদক করিম সওদাগর, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো.রাছেল মিয়া। ৩নং বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মোজাম্মেল হক মজনু পাঠান, সিনিয়র সহ-সভাপতি মো.মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু,যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল ছাত্তার। ৬নং ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো.ফরিদ উদ্দিন,সিনিয়র সহ-সভাপতি আঃ ছালাম মেম্বার, সাধারণ সম্পাদক মো.মাজহারুল ইসলাম খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও মো.এমদাদ হোসেন মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো.জাহাঙ্গীর আলম। উক্ত তিনটি ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদন দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক ওসমান গনি ভূইয়া স্বাক্ষরে কমিটি অনুমোদন দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজ্বী আলী হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সি, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা ও কাজি কবির হোসেন সেন্টু। উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়নে কমিটি কাউন্সিলের মাধ্যমে হওয়ার কথা থাকলেও ৬টি ইউনিয়নে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এদিকে মহামারী করোনা করোনার কারনে উক্ত তিনটি ইউনিয়নে কাউন্সিল করা সম্ভব না হওয়ায় স্ব-স্ব পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমন্বয়ে উপর উল্লেখিত কমিটি অনুমোদন দেন নেতৃবৃন্দ।