Published : Sunday, 22 August, 2021 at 12:00 AM, Update: 22.08.2021 1:30:56 AM
বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচংয়ে সরকারি রাস্তা দখলমুক্ত করতে ছয়গ্রাম এলাকাবাসীর পক্ষে প্রায় শতাধিক জনগণ উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে গণস্বাক্ষর প্রদান পূর্বক আবেদন করেছে। সহকারি কমিশনার (ভূমি) বরাবরে গত ১৯ আগস্ট এ আবেদন করেন গ্রামবাসী। বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ছয়গ্রামের অধিবাসী আলহাজ্ব নুরুল ইসলামসহ প্রায় শতাধিক ব্যক্তি উক্ত গণ স্বাক্ষরে এ আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে জানা যায়- ছয়গ্রাম বাজারের প্রধান সড়ক হতে গ্রামে প্রবেশের উক্ত রাস্তাটির বেশিরভাগ অংশ অবৈধভাবে দখলধারের আওতায় রয়েছে। অথচ গুরুত্বপূর্ণ এ রাস্তাটি দিয়ে প্রতিদিন আশে পাশের ৬টি গ্রামের প্রায় ১০ হাজার লোকজন উক্ত রাস্তা দিয়ে দীর্ঘদিন যাবত চলাচল করে আসছিল। এবং উক্ত রাস্তাটি পূর্বে ১৫/১৮ ফুট প্রসস্ত ছিল। কিন্তু প্রভাবশালী কতিপয় অসাধু ব্যক্তিবর্গের যোগ সাজশে ছয়গ্রাম বাজারের প্রধান সড়ক হতে ছোট হরিপুর গ্রামে প্রবেশের সরকারি রাস্তাটি বেশিরভাগ অংশ অবৈধভাবে দখল করে নেয়। বেশীর ভাগ রাস্তা স্বপন সাহা দীর্ঘদিন যাবত দখলে রেখে বিভিন্ন প্রকার চাষাবাদ করে আসছে বলে আবেদনের প্রেক্ষিতে জানা যায়। এবং দখলকৃত রাস্তার মূল অংশ উচ্চ মূল্যে অন্যত্র বিক্রি করে দিয়েছে। ১৫/১৮ ফুট প্রসস্তের উক্ত রাস্তাটি বর্তমানে মাত্র ৪/৫ ফুট প্রসস্তে এসে ঠেকেছে। যার ফলে যানবাহন চলাচলে
বিঘœ সৃষ্টির পাশাপাশি বর্তমানে স্থানীয় জনগণ ও চলাচল করতে কষ্ট হচ্ছে। অথচ উক্ত রাস্তাটি সঠিকভাবে বহাল থাকলে হাটবারের দিন ছয়গ্রাম বাজারে যানজটের সৃষ্টি হলে উক্ত রাস্তাটি বিকল্প রাস্তা হিসেবে যানবাহান চলাচল করতে পারতো এবং যানজটের মাত্রা অনেকটা কমে যেতো। এছাড়া, বর্তমানে কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত রাস্তার নির্ধারিত স্থান ও পরিবর্তন করে অন্য জমি দিয়ে নিয়ম পরিপন্থীভাবে রাস্তা স্থানান্তর করা হয়েছে। যা কারো কাম্য নয়। তাই এলাকাবাসীর একান্ত চাওয়া ছয়গ্রাম বাজার হতে ছোট হরিপুর গ্রামে প্রবেশের রাস্তাটি পূর্বের ন্যায় প্রসস্থকরণের পাশাপাশি যানবাহন ও জনগণ যাতে চলাচল করতে পারে সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন একাবাসী।
এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) শারমিন আরার সাথে মুঠোফোনে আলা কালে তিনি জানান- আবেদনের প্রেক্ষিতে ঘটনাস্থলে ওই ইউনিয়নের ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন রাস্তাটি পরিদর্শন করেছেন এবং সরকারি রাস্তা উদ্ধারে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হবে।
বিবদমান জমির দখলে থাকা প্রতিপক্ষ স্বপন কুমার সাহা সাথে মুঠোফোনে আলাপকালে জানান- সরকারিভাবে রাস্তা হতে তার কোন আপত্তি নাই। তিনি সরকারি কোন রাস্তা বন্ধ ও বিক্রি করেন নাই। বরঞ্চ উল্লেখিত রেয়াজউদ্দীন ইসলাম গংদ্বয় কর্তৃক রাস্তা বন্ধ হয়। তিনি এর প্রতিবাদ
করলে তারা এখন ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ তিনি মিথ্যে বলে অস্বীকার করেন।