মুরাদনগরে কায়কোবাদের কুশপুত্তলিকা দাহ
Published : Sunday, 22 August, 2021 at 12:00 AM, Update: 22.08.2021 1:32:35 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
ভয়াল
একুশে আগষ্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী
বিএনপির সাবেক এমপি কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের কুশপুত্তলিকা দাহ
করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা যুবলীগ। শনিবার
বিকেলে বাঙ্গরা বাজার থানা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা
যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নেতা-কর্মীদের হত্যা করে নেতৃত্ব শূণ্য
করার উদ্দেশ্যে ২১ আগষ্ট গ্রেনেড হামলা নিহত শহীদদের স্মরণে প্রতিবাদ সভা ও
বিক্ষোভ মিছিলের আয়োজন করে যুবলীগ। অনুষ্ঠান শেষে ভয়াল একুশে আগষ্ট
গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী বিএনপির সাবেক
এমপি কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের কুশপুত্তলিকা দাহ করা হয়।
প্রতিবাদ
সভায় বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক
আসামী বিএনপির সাবেক এমপি কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে অবিলম্বে
ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার পূর্বক দেশে এনে শাস্তি কার্যকর করার দাবি
জানায়।
সমাবেশে বক্তব্য রাখেন, বাঙ্গরা বাজার যুবলীগের আহবায়ক নাইয়ুম
খান, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ নজরুল, ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম, যুগ্ম
সাধারণ সম্পাদক রাকিব মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা শাহজালাল ও মোজাম্মেল হক
প্রমুখ।
সভার শুরুতে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনার্থে বিশেষ দোয়া করা হয়।