ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ
Published : Sunday, 22 August, 2021 at 1:49 PM
খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ স্ত্রী মিনা রানী পোদ্দারকে গলা কেটে হত্যার দায়ে স্বামী পরিমল বাইনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলার আরেক আসামি টিপু শেখের বিচার চলাকালীন মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়।

রোববার (২২ আগস্ট) খুলনা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পরিমল বাইন আদালতে উপস্থিত ছিলেন না।

পুলিশ জানায়, আসামি পরিমল পলাতক রয়েছেন।

আদলাত সূত্রে জানা যায়, ২০১৬ সালে ১৩ এপ্রিল রাতে মিনা রানী পোদ্দারকে গলা কেটে হত্যা করা হয়। একাধিক বিয়ের ঘটনা জেনে যাওয়ার পর থেকে স্ত্রী মিনা রানী পোদ্দারের সঙ্গে স্বামী পরিমলের দ্বন্দ্ব চলে আসছিলো। পরে স্ত্রীকে হত্যার জন্য ১০ হাজার টাকায় ভাড়া করা হয় একই এলাকার খুনি টিপু শেখকে। পরিকল্পনা অনুযায়ী ভিকটিমকে তার স্বামী টিপু শেখের বাড়ি নিয়ে যান। সেখানে টিপু শেখ দা দিয়ে ভিকটিমের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলেন।

জানা যায়, মামলাটির তদন্ত করেন থানার এসআই আসাদুজ্জামান। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডি’র পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী তদন্ত করে স্বামী পরিমল বাইন ও টিপু শেখকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিমল বাইন তার স্ত্রী হত্যার বিষয়টি স্বীকার করে। পরে ২০১৭ সালের ২০ জুন মামলার তদন্ত কর্মকর্তা তাদের দু’জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।