ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কাবুল বিমানবন্দরে নতুন নির্দেশনা জারি করেছে তালেবান
Published : Sunday, 22 August, 2021 at 3:22 PM
কাবুল বিমানবন্দরে নতুন নির্দেশনা জারি করেছে তালেবানবিশৃঙ্খল কাবুল বিমানবন্দরে নতুন নির্দেশনা জারি করেছেন আফগানিস্তানের তালেবান যোদ্ধারা।

বিমানবন্দরের প্রধান ফটকের বাইরে লোকজন যাতে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হতে পারে, তা নিশ্চিত করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।  খবর রয়টার্সের।

বিমানবন্দরের চৌহদ্দীর বাইরে লোকজনকে জড়ো হওয়ার অনুমোদন দিচ্ছে না তালেবান।

এ সময় তালেবানরা বিমানবন্দরের বাইরে ভিড় কমাতে ফাঁকা গুলিবর্ষণ করেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
শনিবার রাতে অস্ট্রেলিয়ার চারটি বিমানে করে নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার তিন শতাধিক নাগরিক কাবুল ত্যাগ করেন।

এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রধান বিমানবন্দরের কাছে হুড়োহুড়িতে সাতজন নিহত হয়েছেন।

ব্রিটিশ সেনাবাহিনী বলছে, বিমানবন্দরের কাছে হুড়োহুড়িতে সাতজন নিহত হয়েছেন, যেখানে হাজার হাজার আফগান পালানোর চেষ্টা করছে। খবর আলজাজিরা।

তবে তারা কখন মারা গেছে, সে বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত জানায়নি।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, দেশ ছাড়তে আফগানরা বিমানবন্দরে জড়ো হওয়ার পর সৃষ্ট বিশৃঙ্খলার কারণে সাতজন নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ব্রিটিশ সামরিক বাহিনী।

আফগান নাগরিকরা জড়ো হওয়ার পর তাদের সরাতে ফাঁকা গুলিবর্ষণ করেন তালেবান যোদ্ধারা। এতে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পদদলিত হয়ে সাতজন নিহত হন।

এর আগে গত সোমবার দেশ থেকে পালানোর সময় মার্কিন বিমানে ওঠার সময় হুড়োহুড়িতে ছয় আফগান নিহত হন। এ ছাড়া ওই বিমানের চাকা থেকে পড়ে দুজন নিহত এবং চাকা থেকে একজনের দেহাবশেষ উদ্ধার করা হয়।