রাজধানীর হাতিরঝিল থানায় গৃহকর্মীকে ‘হত্যাচেষ্টা’র মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা একা। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে। এর ফলে তার মুক্তিতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রবিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে নায়িকা একার জামিনের আবেদন করেন তার আইনজীবী হুমায়ুন কবির। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১০ হাজার টাকার মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ১০ আগস্ট একই থানায় মাদকের আরেক মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত তার জামিন মঞ্জুর করেন।
গত ১ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হাতিরঝিল থানার পৃথক দুই মামলায় তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। একইসঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তিনদিন করে মোট ছয়দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় বিচারক রিমান্ড নামঞ্জুর করে একাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৩১ জুলাই গৃহকর্মীকে ‘নির্যাতন’ এর অভিযোগে চিত্রনায়িকা একাকে তার রাজধানীর উলনের বাসা থেকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এসময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধার করার কথা জানানো হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং হত্যাচেষ্টার দুটি মামলা করা হয়।