
বেঙ্গালুরু এফসির বিপক্ষে জিততে পারেনি বসুন্ধরা কিংস। তার পরেও ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। সে জন্য কৃতিত্ব দিতে হবে গোলকিপার আনিসুর রহমান জিকোকে। শেষ দিকে এসে দুর্দান্ত খেলেছেন। তার কল্যাণেই এএফসি কাপের গ্রুপ পর্ব পেরোনোর স্বপ্ন এখনও টিকে রয়েছে দলটির। আর এখান থেকে ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন।
গ্রুপে চার পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস দ্বিতীয় স্থানে আছে। ৬ পয়েন্ট নিয়ে ভারতের এটিকে মোহনবাগান শীর্ষে। বেঙ্গালুরু ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিশেয়ন ক্লাব বিদায় নিয়েছে এরই মধ্যে।
গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে মোহনবাগানকে শেষ ম্যাচে হারাতে হবে। এমন সম্ভাবনার সামনে থেকে ব্রুজন ভীষণ আশাবাদী, ‘বসুন্ধরা এখনও প্রতিযোগিতায় টিকে আছে এবং দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য আরও একটি সুযোগ আছে। আমরা সেই বড় সুযোগটা কাজে লাগাতে চাই।’
অবশ্য ড্রয়ের পর বসুন্ধরা টিকে রইলেও বিদায় নিশ্চিত হয়েছে বেঙ্গালুরুর। সুনীল ছেত্রীদের বিদায় করে দিতে পেরে তৃপ্তি ঝরেছে ব্রুজনের কণ্ঠে, ‘বেঙ্গালুরুকে বিদায় করেছি, আমরা ম্যাচ হারিনি। দুটি ম্যাচে গোলও হজম করিনি। এটা ভালো দিক বলবো। যদি মোহনবাগানকে হারাতে পারি, তাহলে আরও ভালো হবে।’
আগামী ২৪ আগস্ট এটিকে মোহনবাগানের বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস।