ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
Published : Sunday, 22 August, 2021 at 8:42 PM
সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়েরসাভারে সেপটিক ট্যাংকে নেমে শ্যালক ও দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২২ আগস্ট) ভাকুর্তা ইউনিয়নের চাইড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. সোহেল রানা (৪২) ও মো. সোহেল চৌধুরী (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্যবহৃত বাড়ির সেপটিক ট্যাংক খুলে পরিষ্কার করতে নিচে নামেন দুলাভাই মো. সোহেল রানা। দীর্ঘক্ষণ তার কোনো সাড়া শব্দ না পেয়ে শ্যালক মো. সোহেল চৌধুরী নিচে নামেন। তিনিও উঠে না আসলে স্বজনরা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভার্কুতা ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ্ আলম বলেন, সেপটিক ট্যাংকটির মুখ দীর্ঘ দিন বন্ধ থাকায় ভেতরে জমে থাকা গ্যাসে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি ইউডি মামলা করে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।