ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২
Published : Sunday, 22 August, 2021 at 8:55 PM
চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২চাঁদপুরের কচুয়ায় যাত্রীবাহী একটি বাস সড়কের মোড়ে ওভারটেকিং করে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে অন্তত ১২ জন আহত হন। রোববার দুপুরে উপজেলার ঘাগড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-কচুয়া সড়কের ঘাগড়া গ্রামের পূর্বপাশে মোড়ে ঢাকাগামী বিআরটিসি বাস ও কচুয়াগামী সুরমা সুপার বাস ওভারটেকিং করতে গিয়ে সুরমা সুপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে অন্তত ১২ যাত্রী আহত হন। 

পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেছেন। এতে ১২ জন আহত হয়েছেন। গাড়ির নিচে কেউ আছে কিনা গাড়িটি উঠানোর পর তা জানা যাবে।