ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোমনা উপজেলা যুবল নেতা রহিম আর নেই
Published : Monday, 23 August, 2021 at 12:00 AM
শফিকুল ইসলাম পলাশ, হোমনা ||
কুমিল্লার হোমনা উপজেলা যুবদলের আহবায়ক ও ব্যবসায়ী আব্দুর রহিম সরকার ইন্তেকাল করেছেন। তিনি শনিবার রাত দুইটায় ঢাকা ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকার করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
আবদুর রহিম উপজেলার শ্রীমদ্দি গ্রামের মোজ্জাফর সরকার বাড়ির মৃত আবদুস সাত্তার ওরফে আয়েছ আলীর ছেলে। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্খী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। রবিবার বিকেলে তার নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে শ্রীমদ্দি চরেরগাঁও কবরস্থানে তাকে দাফন করা হয়।