খানাখন্দে ভরা কোটবাড়ির দুই কিমি সড়ক যেতেই নাভিশ্বাস
Published : Monday, 23 August, 2021 at 12:00 AM
খানা-খন্দে ভরা রাস্তায় সৃষ্ট গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়া দুই কিলোমিটার সড়ক সংস্কার নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) এবং সড়ক জনপথের পাল্টাপাল্টি অভিযোগ দ্বন্দ্বে পৌঁছেছে। তাদের এই দ্বন্দ্বে বেহাল সড়ক পারাপারে নাভিশ্বাস ওঠে যাত্রী আর চালকদের। কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড সড়কের মাথা থেকে পল্লী উন্নয়ন একাডেমী বার্ড পর্যন্ত দুই কিলোমিটারের এই সড়কটি সংস্কার হয়নি গত তিন বছরেও।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কোটবাড়ি বিশ্বরোড সড়কের মাথা থেকে বার্ড পর্যন্ত সড়কটির এখন বেহালদশা। চলাচলের সম্পূর্ন অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। খানা-খন্দে ভরা সৃষ্ট গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়েছে প্রায় গোটা রাস্তাটি। ফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পল্লী উন্নয়ন বার্ড, বিজিবি ক্যাম্প, শালবন বিহার ও ময়নামতি জাদুঘরসহ কুমিল্লার প্রতœতাত্ত্বিক স্থানসমূহ এবং সরকারি বেসরকারি প্রায় ৩০টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সড়ক যোগাযোগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।