ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শনাক্ত নামলো ১৫ শতাংশে
Published : Monday, 23 August, 2021 at 12:00 AM
দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত উভয় সূচকই নি¤œমুখী। এর ধারাবাহিকতায় করোনা শনাক্ত নেমে এসেছে ১৫ শতাংশে। চলতি মাসের শুরুর দিকেই করোনা শনাক্ত পৌঁছে গিয়েছিল ৩০ শতাংশে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩০ হাজার ৬১৮টি ও পরীক্ষা করা হয় ৩১ হাজার ৬৮৯টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৬ লাখ ৪৯ হাজার ৮২৮টি।
নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ। গত বছর করোনা সংক্রমণ শুরুর পর থেকে মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।
রোববার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগের ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৭২৪টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ৪৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২৩ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১৬ দশমিক শূন্য ৭১ শতাংশ।