মাস্টার্স শেষ পর্বের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি
Published : Monday, 23 August, 2021 at 12:00 AM, Update: 23.08.2021 1:11:24 AM
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের এমএ, এমএসএস, এমবিএ ও এমএসসি শেষ পর্বের (আইসিটিসহ) চলমান পরীক্ষা কোভিড-১৯ এর কারণে স্থগিত করা হয়েছিল, এই স্থগিত পরীক্ষা আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই পরীক্ষা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্বিবিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িহঁ.ধপ.নফ) পাওয়া যাবে।
এদিকে, ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। ২২ আগস্ট থেকে সময় বাড়িয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর।
রোববার (২২ আগস্ট) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।