Published : Thursday, 26 August, 2021 at 12:00 AM, Update: 26.08.2021 1:23:13 AM
ব্যস্ত
সময় পার করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। একদিকে
নিউজিল্যান্ড সিরিজ। অন্যদিকে বোর্ডের বার্ষিক সাধারণ সভাও আসন্ন (এজিএম)।
এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে বিসিবির বার্ষিক সাধারণ সভার দিনণ। সর্বশেষ
বোর্ড সভাতে গত ৭ জুলাই নির্ধারণ করা হয়েছিল বার্ষিক সাধারণ সভা। কিন্তু
করোনার সংক্রমণ বেড়ে যাওয়াতে সেটি তখন পিছিয়ে দেওয়া হয়েছিল। সব সমস্যা
কাটিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে ক্রিকেট
বোর্ডের এজিএম।
নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান কমিটির
মেয়াদ শেষ হবে আগামী অক্টোবরে। এর আগে আজ বৃহস্পতিবার রাজধানীর এক
পাঁচতারকা হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত
হবে। দেশের মোট ১৬৬ জন কাউন্সিলর উপস্থিত থাকবেন এই এজিএমে। তুলে ধরবেন
নিজেদের চাওয়া-পাওয়া।
এজিএম নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন
চৌধুরী বলেছেন, ‘গত তিন বছর আমাদের নানা সীমাবদ্ধতার কারণে বার্ষিক সাধারণ
সভা আয়োজন করতে পারিনি। এ বছর চেষ্টা ছিল জুলাই মাসে এজিএমটা করার। সেটা
সম্ভব হয়নি কোভিড প্রতিবন্ধকতার কারণে। এখন ২৬ আগস্ট সেটি হচ্ছে, আমাদের
প্রস্তুতিও মোটামুটি সম্পন্ন। ইতোমধ্যে আমরা জেনেছি আমাদের অনেক কাউন্সিলর
ঢাকায় অবস্থান করছেন। আশা করছি, সুন্দরভাবে আমাদের বার্ষিক সাধারণ সভা
আয়োজন করতে পারবো।’
এজিএমে নিজেদের ল্য নিয়ে প্রধান নির্বাহী আরও
বলেছেন, ‘বোর্ডের ল্য তো সব সময়ই থাকে, যেন পেশাদারিত্বের জায়গাটা বেশি করে
পরিচিত করানো যায়। সে চেষ্টাই করছি, বাকিটা আমাদের কাউন্সিলররা বলবে।’
২০২১
বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচি বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১২.১
অনুযায়ী অনুষ্ঠিত হবে। সভাতে ২০১৭ সালের ২ অক্টোবরে অনুষ্ঠিত এজিএম ও
ইজিএমের কার্যবিবরণী অনুমোদন। এছাড়া বিগত তিন বছর ধরে চলা কার্যক্রমের
বিবেচনা ও অনুমোদন করা হবে। প্রধান অর্থ কর্মকর্তার বিগত তিন অর্থবছরের
আয়-ব্যয় সংক্রান্ত নিরীা প্রতিবেদন উপস্থাপনা, পর্যালোচনা ও অনুমোদনও দেওয়া
হবে এদিন।
আলোচ্যসূচির ব্যাপারে বলতে গিয়ে প্রধান নির্বাহী বলেছেন, ‘কী
এজেন্ডা থাকবে, সেগুলো আমাদের গঠনতন্ত্রে বলা আছে। প্রকৃত পে বার্ষিক
সাধারণ সভায় আমাদের সিইও রিপোর্ট, অডিটেড একাউন্টস এবং বাজেট- মূলত এ
বিষয়গুলোই আসে।’
২০০৬-০৭ থেকে শুরু করে ২০১৯-২০ এই ১৪ অর্থবছরে বিসিবির
বার্ষিক সভা হয়েছে মাত্র তিনবার। যার সর্বশেষটি হয়েছিল ২০১৭ সালের ২
অক্টোবর। তার আগেরটি ২০১২ সালের ১ মার্চ। তার আগের এজিএম হয়েছিল ২০১০ সালের
২৪ অক্টোবর। নিয়মিত এজিএম অনুষ্ঠিত না হওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাহী
বলেছেন, ‘কিছু সীমাবদ্ধতা তো থাকেই। আমাদের সংস্থার ধরনটাই এমন যে, নানা
রকমের কার্যক্রম থাকে। এসবের সঙ্গে কোভিড পরিস্থিতি, যদিও এভাবে বলা ঠিক
হবে না। সবকিছু মিলিয়েই বিলম্বটা হয়েছে।’