ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, নতুন শনাক্ত ৩০৬
Published : Thursday, 26 August, 2021 at 12:20 PM
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, নতুন শনাক্ত ৩০৬করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও সাত জন মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে দেওয়া তথ্যমতে করোনায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় এক হাজার ২০৩ জন মারা গেছেন। এর মধ্যে ৬৮০ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫২৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে এই পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ২৬৮ জন। এর মধ্যে ৭১ হাজার ৬৩৪ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৬ হাজার ৬৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।  

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে এক হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষায় ৩০৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭৫টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৭৩টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮৪টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ৪৭ জন, বিআইটিআইডি ল্যাবে ৫৮ জন, চমেক ল্যাবে ৫১ জন এবং সিভাসু ল্যাবে ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এদিন ২১৪টি অ্যান্টিজেন পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৯৭টি নমুনা পরীক্ষায় ১০ জন, শেভরন ডায়াগনোস্টিক সেন্টারে ২০০টি নমুনা পরীক্ষায় ছয় জন, মা ও শিশু হাসপাতালে ৫৭টি নমুনা পরীক্ষায় ১০ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৩১টি নমুনা পরীক্ষায় দুই জন এবং ইপিক হেলথ কেয়ারে ৫৩টি নমুনা পরীক্ষায় ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।