আফগানিস্তানে মানবিক এবং শরণার্থী সংকট এড়াতে পশ্চিমা দেশগুলোকে তালেবানের সঙ্গে যোগাযোগ বজায় রাখার আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. মোয়িদ ইউসুফ বলেন, এসব সংকট এড়াতে অবশ্যই তালেবানের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে।
আফগান-পাকিস্তান সীমান্তের স্পিন বোলদাক ক্রসিংয়ে হাজার হাজার আফগান নাগরিক ভিড় করার খবর সামনে আসলেও ড. মোয়িদ ইউসুফ বলেছেন, পাকিস্তান সীমান্তে সত্যিকার কোনও ধরনের ভীতি নেই।
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির টুডে অনুষ্ঠানে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত মন্দের ভালো হচ্ছে সেখানে (আফগানিস্তানে) কোনও ধরনের দীর্ঘমেয়াদী সংঘাত এবং রক্তপাত নেই, সেই কারণে শরণার্থী ঢল আসলে আসেনি।’
ড. মোয়িদ ইউসুফ বলেন, আফগানিস্তানে আরেকটি মানবিক বিপর্যয় অনিবার্য। কিন্তু কেবল যদি আন্তর্জাতিক সম্প্রদায় অতীতের ভুল থেকে শিক্ষা নেয় আর সাধারণ আফগানদের বর্জন করে নিরাপত্তা শুন্যতা তৈরি না করে তাহলে হয়তো এড়ানো যেতে পারে।
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. মোয়িদ ইউসুফ আরও বলেন, মাঠের একটা বাস্তবতা আছে। তালেবান নিয়ন্ত্রণ করছে। আমাদের অবশ্যই তাদের প্রতিশ্রুতির বিষয়ে সৎ রাখতে হবে, কিন্তু সাধারণ আফগানদের স্বার্থে যোগাযোগ বজায় রাখতে হবে। অন্যথায় আমরা একই জায়গায় পড়ে থাকবো। শেষবার এটা ভালো কিছু হয়নি।’