আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে মানুষের ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। পানি, ভাতের মতো পণ্যের দাম ক্রমে বাড়তে থাকায় সেখানে অপেক্ষারতদের জীবন ধারণ ক্রমেই কঠিন হয়ে উঠছে।
বিমানবন্দরে অপেক্ষারত এক আফগান নাগরিক বুধবার (২৫ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘বিমানবন্দরে একটি বোতল পানি বিক্রি হচ্ছে ৪০ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন হাজার টাকা), এক প্লেট ভাত বিক্রি হচ্ছে একশ’ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে আট হাজার টাকা), আফগানি মুদ্রায় নয়, মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। যা সাধারণ মানুষের সক্ষমতার বাইরে।’
কাবুল বিমানবন্দরে আফগানিস্তান ছাড়ার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন হাজার হাজার বিদেশি সেনা ও বহু আফগান নাগরিক। গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর এসব মানুষ বিমানবন্দরে ভিড় করে। তবে বিমানবন্দরে ইসলামিক স্টেটের হামলার হুমকি রয়েছে বলে ২৫ আগস্ট সতর্ক করেছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ।
পশ্চিমা এক কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, ‘নিরাপত্তা সতর্কতা সত্ত্বেও বিমানবন্দরের চারপাশে মানুষের মারাত্মক ভিড়। এছাড়া প্রায় দেড় হাজার মার্কিন পাসপোর্ট ও ভিসাধারী এখনও বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করছেন।’
গেটে অপেক্ষারত এক আফগান নাগরিক বলেন, ‘বিমানবন্দরের পরিস্থিতি সত্যিই খুব খারাপ, মানুষ ভিড় করছে আর মানুষের তাড়াহুড়ার কারণে নারী ও শিশুদের অবস্থা ভয়াবহ।’