ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নাম পেলো মার্কিন বিমানে জন্ম নেওয়া সেই আফগান শিশু
Published : Thursday, 26 August, 2021 at 5:51 PM
নাম পেলো মার্কিন বিমানে জন্ম নেওয়া সেই আফগান শিশুমার্কিন সামরিক বিমানে জন্ম নেওয়া সেই শিশুটির নাম রাখা হলো ‘রিচ’ ৮২৮। বুধবার যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল টড ওলটার্স বলেন, বিমানটির কোড নম্বর ছিল রিচ ৮২৮। এই কোড নম্বর অনুযায়ী শিশুটির নাম রাখার সিদ্ধান্ত নেন তার মা-বাবা।

গত শনিবার আফগানিস্তান থেকে পালিয়ে যেতে মার্কিন বিমান উঠলে প্রসববেদনা শুরু হয় ওই আফগান নারীরা। বিমানটিকে দ্রুত জার্মানির ঘাঁটিতে অবতরণ করানো হয়। সেখানেই কন্যা শিশু জন্ম দেন তিনি। পরবর্তীতে স্থানীয় হাসপাতালে মা ও শিশুকে নিয়ে যাওয়া হয়।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রতিটি উড়োজাহাজেরই একটি কোড থাকে। নিয়ন্ত্রণ কক্ষ এবং অন্যান্য উড়োজাহাজের সঙ্গে যোগাযোগের জন্য কোড ব্যবহার করা হয়। সি-১৭ কার্গো বিমানটির কোড নম্বর ছিল ‘রিচ’।

কন্যা শিশু রিচ এখন সুস্থ আছে বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। মা বাবার সঙ্গে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। তালেবান আফগানিস্তান দখল করে নেওয়ার পরই দেশ ছাড়ছেন বহু নাগরিক। হাজারো মানুষ দেশ ছাড়তে কাবুল বিমানবন্দরে অবস্থান করছেন।