ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
Published : Saturday, 28 August, 2021 at 6:17 PM
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রীরাজধানীর মিরপুর এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে উপ-পুলিশ কমিশনার এসএম মাহাতাব উদ্দিনকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের কোনও ছাড় দেওয়া হবে না।

শনিবার (২৮ আগস্ট) বিকালে রাজধানীর মিরপুর ১১ নম্বরে ‘মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়’ প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও একুশে আগস্ট সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, জঙ্গিবাদের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। অপরাধের সঙ্গে জড়িয়ে পড়া জনপ্রতিনিধি, দলীয় নেতারা ছাড়াও কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। সরকারের বিষয়টি খুবই সূক্ষ্মভাবে নজর রাখছে।