Published : Saturday, 28 August, 2021 at 12:00 AM, Update: 28.08.2021 12:46:02 AM
নিজস্ব
প্রতিবেদক: নানা আয়োজনে কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম
মৃত্যুবার্ষিকী পালন করেছে সরকারি বেসরকারি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক
সংগঠন।
দিবসটি উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকালে কবি নজরুল ম্যুরালে
পুস্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা শিল্পকলা
একাডেমী, কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র, নজরুল পরিষদ, জাতীয় রবীন্দ্র
সংঙ্গীত সম্মিলিত পরিষদ কুমিল্লা শাখা, নজরুল একাডেমী, জিলা স্কুল,
ফয়জুন্নেছা স্কুল, গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক
সাংস্কৃতিক পরিষদ।
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে চেতনায়
নজরুল ম্যুরালে পুস্পার্ঘ্য অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল
হাসান, স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ শওকত উসমান, অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার
মোঃ ফারুক আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আফজল হোসেন, জেলা
কালচালার অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র
কুমিল্লার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন, নজরুল গবেষক ড. আলী
হোসেন চৌধুরী, নজরুল একাডেমীর পরিচালক অধ্যাপক হাসান ইমাম মজুমদার ফটিক,
কালচালার কমপ্লেক্সে এর ভারপাপ্ত সাধারন সম্পাদক শেখ ফরিদ, সংলাপের পরিচালক
শাহজাহান চৌধুরী, নজরুল পরিষদের সাধারণ সম্পাদক অশোক বড়–য়া, রবীন্দ্র
সংঙ্গীত সম্মিলিত পরিষদ কুমিল্লা শাখার সাধারন সম্পাদক ডাঃ মল্লিকা বিশ^াসহ
অন্যান্যরা। পরে স্বাস্থ্যবিধি মেনে দোয়া ও মুনাজাতের মাধ্যমে কবির আত্মার
শান্তি কামনা করা হয়। এছাড়া জেলা প্রশাসন কুমিল্লার আয়োজনে এবং জেলা
শিল্পকলা একাডেমী কুমিল্লা ও কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লার ব্যবস্থাপনায়
অনলাইন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক
মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি
নজরুল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি
ছিলেন কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ। আলোচক ছিলেন লেখক ও গবেষক
প্রফেসর আনোয়ারুল হক। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা
অংশগ্রহণ করেন।